@article{মাণ্ডি_2020, title={সাঁওতালি, মুন্ডারী এবং হো ভাষার কারক ও বিভক্তি}, volume={2}, url={https://indianadibasi.com/journal/index.php/ibjcal/article/view/23}, abstractNote={মনের ভাব আদান-প্রদানের জন্য আমরা যে ভাষা ব্যবহার করি তার ভিত্তি হলো বাক্য। বাক্যের মধ্যে অবস্থিত নানা পদগুলির পারস্পরিক সম্পর্ক থাকে। বিশেষত বিশেষ্য এবং সর্বনাম পদের প্রধান সম্পর্ক থাকে ক্রিয়াপদের সাথে। ক্রিয়াপদের সাথে বিশেষ্য এবং সর্বনাম পদের পারস্পরিক সম্পর্ককে কারক বলা হয়। সাঁওতালি, মুন্ডারী এবং হো হল ক্রিয়াপ্রধান ভাষা। এই ক্রিয়াপদের সাথে ব্যক্তিবাচক সর্বনাম, কর্ম বিভক্তি, কাল ও প্রকারের বিভক্তি এবং পুরুষ, বচন প্রভৃতির বিভক্তি যুক্ত থাকে। সাঁওতালি-মুন্ডারী-হো ভাষার তুলনা করলে দেখা যাবে এই তিন ভাষার মধ্যে একটা মিল রয়েছে। এই মিল কারকের চিহ্ন বা কারক বিভক্তি (case marker) মধ্যেও রয়েছে। }, number={1-2}, journal={International Bilingual Journal of Culture, Anthropology and Linguistics}, author={মাণ্ডি সুশীল}, year={2020}, month={Sep.}, pages={11-19} }