ফারসি সাহিত্যে ছোটগল্পের ধারা

  • মিজানুর রহমান
Keywords: ফারসি, ছোটগল্প, ধারা, জামাল জাদেহ, সাদেক হেদায়াত, উৎপত্তি, বিষয়াঙ্গিক, সাময়িকী

Abstract

ফারসি সাহিত্য বর্তমান বিশ্বের প্রায় প্রত্যেকটি সাহিত্যরস পিপাসু মানসের কাছে পরিচিত। বিশেষ করে এ সাহিত্যের বিশ্বজোড়া কবিদের নানামুখী কবিতার আবহ, ভাষা পাঠকদের হৃদয়ে বৃত। পরিপক্কতার দিক থেকে ফারসি কবিতা যদি বার্ধক্যে পৌঁছায়, তবে ফারসি কথাসাহিত্য, বিশেষ করে ছোটগল্প এখনো তার শৈশব পেরিয়ে কৈশোরের দরজায় করাঘাত করতে সক্ষম হয় নি। ফারসি কবিতার যাত্রা হয় প্রায় দুই হাজার পাঁচশত বছর আগে। অধিকন্তু ফারসি ছোটগল্পের জন্ম গত শতকের (বিংশ শতাব্দীর) প্রারম্ভে, অর্থাৎ যার বয়স মাত্র ১০০ বছরের মতো। স্বভাবতই শুরুর দিকের ফারসি ছোটগল্পের ভাষা ছিলো কাব্যিক। ফলে ছোটগল্প এবং কবিতাকে আলাদা করে চেনা যেত না। উপরন্তু গল্পের ভেতর থেকে গল্পের নির্যাসটুকু খুঁজে বের করা ছিলো দুরূহ কাজ। তদুপরি ইউরোপিয়ান সংস্কৃতির কথাসাহিত্য থেকে প্রেরণা নিয়ে প্রাথমিক পর্যায়ে সেগুলোর অনুবাদ আমদানি করে ইরানের কবিতা মোহে নিমজ্জিত পাঠকমণ্ডলীকে নতুন এক ঝলকের সাহিত্য অনুষঙ্গের সাথে পরিচয় ঘটান। এই যে অনুবাদ। অনুবাদের হাত ধরেই লেখকদের লেখকসত্তা নবধারাকে স্বাগত জানায়। আর দীর্ঘ দিনের কবিতাপ্রেমী পাঠকমণ্ডলীও ভিন্ন স্বাদ আস্বাদন করলেন। ইরানের টালমাটাল রাজনৈতিক পরিবেশের সাথে গল্পসাহিত্যও বিভিন্ন সময় বিভিন্ন দিকে মোড় নিয়েছে। একেক সময় একেক ধরণের ভাব, ভাষা, আবহ, সংলাপ নিয়ে গল্পকারগণ তাদের গল্প লিখেছেন। কেউ লিখেছেন উচ্চবিত্তের, কেউ কেউ লিখেছেন মধ্যবিত্তের কষ্ট। আর সবথেকে বেশি উঠে এসেছে নিন্মবিত্তের মানুষ যেমন খেটে খাওয়া, মজদুর, ভিক্ষুক, পতিতা ইত্যাদির জীবনের বয়ে চলা ঘটনা।

References

An Introduction to the Study of Literature, George G. Loyal Publication, London, 1954.
Banglapedia: V0l-8, Dhaka, Asiatic Society of Bangladesh, 2003.
Encyclopaedia Britannica: vol-20, USA, A Society of Gentleman in Scotland, Library of Congress, 1768.
Ferguson, Suzanne C.: Modern Fiction Studies, Vol. 28, No. 1, SPECIAL ISSUE: THE MODERN SHORT STORY (Spring 1982).
ইউসুফ, মনিরউদ্দিন: ভূমিকা, ফেরদৌসির শাহনামা, ঢাকা, বাংলা একাডেমি, ২০১২।
খান, আব্দুস সবুর: ফারসি উপন্যাসে জীবন ও মানবিকতা, ঢাকা, রোদেলা, প্রথম প্রকাশ, একুশে বইমেলা ২০১৩।
খান, আব্দুস সবুর: বাংলায় ফারসি ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিকাশের ইতিহাস; ঢাকা, রোদেলা, প্রথম প্রকাশ, আগস্ট-২০১৭।
ঘোষ, বিশ্বজিৎ: বাংলা কথাসাহিত্য পাঠ, ঢাকা, বাংলা একাডেমি, প্রথম প্রকাশ, ২০০২।
চট্টোপাধ্যায়, কুন্তল: সাহিত্যের রূপ-রীতি ও অন্যান্য প্রসঙ্গ, কলকাতা, রত্নাবলী, আগস্ট, ১৯৯৫।
চৌধুরী, ভূদেব: বাংলা সাহিত্যে ছোটগল্প ও গল্পকার (৪র্থ সংস্করণ), কলকাতা, ১৯৮৯, পৃ. ৫৩।
ড. ইয়াহ্ইয়া মান্নান ও মো. তাজুল ইসলাম: আল মাহমুদের ছোটগল্প: বিষয়ভাবনা, রাজশাহী, পরিলেখ, প্রথম প্রকাশ, বইমেলা-২০২০।
দাস, শ্রীশচন্দ্র: সাহিত্য-সন্দর্শন, ঢাকা, বিশ্বসাহিত্য ভবন, প্রথম প্রকাশ বইমেলা, ২০১২।
নন্দী, সুনীলকুমার:(সম্পাদিত), অনুক্ত, সাহিত্য-শিল্প-সংস্কৃতিমূলক ত্রিমাসিক, নবপর্যায় ১০ম বর্ষ বিশেষ সংখ্যা, কলিকাতা, শ্রাবণ-আশ্বিন ১৩৮৪, অজয় সিংহ রায়, ‘বাদ্যযন্ত্র ও যন্ত্রবাদ্যের উৎসমুখ’।
পারভীন, আফরোজা: ছোটগল্পের ছোট কথা, দিগন্ত সাহিত্য, দৈনিক নয়া দিগন্ত, ১২ অক্টোবর, ২০১৮।
বর্ষাযাপন: সোনার তরী, উইকিসংকলন।
শাফাক, রেজা জাদেহ: তারিখে আদাবিয়াতে ইরান, তেহরান, ১৩৭৪ ফারসি সাল।
সবুর, শাকির: ফারসি কথাসাহিত্য, Persian Study Room, ১৯ জানুয়ারি, ২০১২।
সবুর, শাকির: সাদেক হেদায়াতের নির্বাচিত ছোটগল্প, ঢাকা: শোভা প্রকাশ, ২০১৮।
সাত্তার, আব্দুস: ফারসি সাহিত্যের কালক্রম, ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন, দ্বিতীয় প্রকাশ, ১৯৮৭।
সারেশার, মোহাম্মদ রেজা: রাযে শোহারাতে হেদায়াত, তেহরান: কানুনে আন্দিশেয়ে জাহান, ২০০৬।
হাসান, ফজল: ইরানের শ্রেষ্ঠ গল্প, ঢাকা: ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ২০১৪।
Published
2020-08-27
How to Cite
রহমান ম. (2020). ফারসি সাহিত্যে ছোটগল্পের ধারা. International Bilingual Journal of Culture, Anthropology and Linguistics, 1(2-3), 109-119. Retrieved from https://indianadibasi.com/journal/index.php/ibjcal/article/view/14

DB Error: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND metric_type = 'ojs::counter' GROUP BY submission_id ORDER BY metric DESC' at line 1