বাঙালি হিন্দু বিবাহ সংস্কৃতির লৌকিক জীবন ভাবনার নগরায়ন

  • অমিত কুমার নন্দী
Keywords: বাঙালি, হিন্দু বিবাহ, বিবাহের লোকাচার, নগর, বিশ্বায়ন

Abstract

বিবাহপ্রথা একটি প্রবহমান সংস্কৃতি যেটি আদিমকাল থেকেই মানবসভ্যতার বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য ক্রমবিকাশ ও পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত ও বিবর্তিত হয়ে চলেছে। বাঙালি হিন্দু সমাজের বিবাহপ্রথাতেও এই বদল ব্যতিক্রমী নয়। বাঙালি হিন্দু বিবাহের লোকাচারগুলিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে, বিবাহের লোকাচারগুলিকে লালন ও বহন করে নিয়ে চলেছে বাংলার গ্রামসমাজ। বিশ শতকের শেষের দিকে বিশ্বায়ন পরবর্তী সময়ে এই লৌকিক আচারগুলি অনেকাংশে পরিবর্তিত ও পরিমার্জিত হয়। এই গবেষণা প্রবন্ধে বিশ্বায়ন পরবর্তী সময়ে বিবাহের প্রাচীনকাল থেকে প্রবহমান লৌকিক জীবনভাবনা ও আচারগুলি কিভাবে সমাজ-সময়-পরিস্থিতির যূপকাষ্ঠে বিবর্তিত ও পরিবর্তিত হচ্ছে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হবে।

References

আহমদ, ওয়াকিল। বাংলার লোক-সংস্কৃতি। ঢাকা: গতিধারা, সেপ্টেম্বর ২০১২।
ওয়েস্টারমার্ক, এডওয়ার্ড। বিবাহের ইতিহাস, (অনু. কাজল রায় ত্রিবেদী)। কলকাতা: দীপায়ন, জুন ২০১১।
গুপ্ত, ক্ষেত্র। বিশ্বায়ন ও লোকসংস্কৃতি। কলকাতা: পুস্তক বিপণি, ফেব্রুয়ারি ২০১২।
ঠাকুর, রবীন্দ্রনাথ। ‘যোগাযোগ’ রবীন্দ্র উপন্যাসমগ্র (২য় খণ্ড)। কলকাতা: রিফ্লেক্ট পাবলিকেশন, ফেব্রুয়ারী ২০০৩।
দাস, বৃন্দাবন। শ্রীশ্রীচৈতন্যভাগবত, (সম্পা. দুর্গাপদ বন্দ্যোপাধ্যায়)। কলকাতা: বামা পুস্তকালয়, ২০০১-২০০২।
দত্ত, অম্লান। প্রবন্ধ সংগ্রহ, 'পল্লী ও নগর', আরতি সেন ও গৌরকিশোর ঘোষ (সম্পা),কলকাতা: আনন্দ পাবলিশার্স, ২০১৪।
বাগচী, অমিয়কুমার (সম্পা.)। বিশ্বায়ন: ভাবনা-দুর্ভাবনা (১ম খণ্ড)। কলকাতা: ন্যাশানাল বুক এজেন্সি, ফেব্রুয়ারি ২০০২।
ভারতচন্দ্র, রায় গুণাকর প্রণীত। ভারতচন্দ্রের গ্রন্থাবলী। কলকাতা: বসুমতী কর্পোরেশ্ন লিমিটেড, অক্টোবর ১৯৯৭।
মর্গ্যান, লুইস হেনরি। এনসিয়েন্ট সোসাইটি, (সম্পা. ও অনু. অসীম চট্টোপাধ্যায় এবং অসিত চৌধুরী)। কলকাতা: দীপায়ন, জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ।
মুরশিদ, গোলাম। হাজার বছরের বাঙালি সংস্কৃতি। ঢাকা: অবসর, ২০০৫।
শ্রীমানী, শান্তা। ঠাকুরবাড়ির বিবাহকথা। কলকাতা: পত্রলেখা, জানুয়ারি ২০১৬।
শরীফ, আহমদ। বাঙলা, বাঙালী ও বাঙালীত্ব। ঢাকা: অনন্যা, ২০০৭।
সেনগুপ্ত, পল্লব। লোকসংস্কৃতির সীমানা ও স্বরূপ। কলকাতা: পুস্তক বিপণি, ১৯৯৫।
www.censusindia.gov.in
Published
2020-08-27
How to Cite
নন্দীঅ. ক. (2020). বাঙালি হিন্দু বিবাহ সংস্কৃতির লৌকিক জীবন ভাবনার নগরায়ন. International Bilingual Journal of Culture, Anthropology and Linguistics, 1(2-3), 120-127. Retrieved from https://indianadibasi.com/journal/index.php/ibjcal/article/view/15

DB Error: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND metric_type = 'ojs::counter' GROUP BY submission_id ORDER BY metric DESC' at line 1