হকারবৃত্তান্তের বিবর্তন: অপারেশন সানশাইন থেকে কেন্দ্রীয় আইন

  • রিম্পা ঘোষ
Keywords: হকার, অপারেশন সানশাইন, জীবিকা, অধিকার, হকার আইন

Abstract

হকার শব্দটি বহু ব্যবহৃত এবং সংজ্ঞা নিয়ে বিভিন্নতা আছে। ‘The Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act, 2014 তে আইনগত দিক থেকে এক সংজ্ঞা নির্ধারণ করা হয়। এই পেশা বহু প্রাচীন। সাহিত্য ও সিনেমায় এর উল্লেখ আছে।দেশভাগের ফলে এই পেশার ব্যাপকতা বাড়ে। সাথে সাথে উচ্ছেদেও চলতে থাকে। ১৯৯৬ সালে ‘অপারেশন সানশাইন’ এর ব্যাপকতা গভীর।বহু হকার জীবন-জীবিকা চ্যুত হয়। রুটি-রুজি হারিয়ে ১৮ জন হকার আত্মহত্যা করেছিলেন।১৯৯১ সালের নয়া অর্থনৈতিক নীতি চালু হওয়ার ফলে শহরে গতি আনতে, সৌন্দার্যায়নের স্বার্থে, নাগরিকদের চলাফেরার অসুবিধা হচ্ছে এই অজুহাতে এই উচ্ছেদ হয়। হকাররাও সংগঠিত হয়। তৈরি হয় হকার সংগ্রাম কমিটি। সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল হকার ফেডারেশন তৈরি হয় এই উচ্ছেদ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতায়।২০০২ সালে কলকাতার এক কর্মশালা থেকে আইন তৈরির প্রক্রিয়া শুরু হয়। ২০০৬ সালে কলকাতা কর্পোরেশন হকারদের সুবিধার্থে এপেক্স কমিটি তৈরি করে। ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার হকারদের জন্য ‘মডেল বিল’ আনে। অসংখ্য সংগ্রামের ফলে অবশেষে কেন্দ্রীয় হকার আইন তৈরি হয়। সুপ্রিম কোর্টের কয়েকটি রায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও এই হকার আইন রূপায়ণ হয় নি প্রায় সব রাজ্যেই। হকার অর্থনীতি আজকের সময়ে গুরুত্বপূর্ণ।

References

Ghosh, Saktiman. (2012, 13 August) ‘Street Vendors and Committees on street vendors at Kolkata Municipal Corporation and other Municipalities’. A Paper presented at the discussion and seminar on Street Vendors Model Act, 2009 of Street Vendors at Azim Premji University, Bangalore
Ghosh, Saktiman. (2012, 13 August) ‘Street Vendors and Committees on street vendors at Kolkata Municipal Corporation and other Municipalities’. A Paper presented at the discussion and seminar on Street Vendors Model Act, 2009 of Street Vendors at Azim Premji University, Bangalore.
https://clrskills.com
https://dictionary-cambridge-org.cdn.ampproject.org
https://en.oxforddictionaries.org
In the Supreme Court of India, Original Appellate Jurisdiction in W. P. (C) No. 1699 of 1987 with W.P. (Civil) No. 77 of 2010 (https://www.wiego.org/.../Gainda_Ram_&_Ors[1]._vs_M.C.D._&_Ors._on_9_April,_2009.pdf)
In the Supreme Court of India, Original Appellate Jurisdiction in W. P. (C) No. 1699 of 1987 with W.P. (Civil) No. 77 of 2010 (https://www.wiego.org/.../Gainda_Ram_&_Ors[1]._vs_M.C.D._&_Ors._on_9_April,_2009.pdf)
Letter from Mayor’s Office, Kolkata Municipal Corporation to Secretary, Hawker Sangram Committee dated 07.06.2006 regarding the decision of Apex Committee meeting dated 22.02.2006
Patel, Vibhuti.(2015) ‘Smart City and Gender Budgeting’ Journal of Development Management and Communication, volume-II, Number-3. July- September, pp- 285-291
Roy, Arundhuti. (2000, 7-9 January) Approach Paper, THEME: Hawkers’ Economic Development and Problems of Livelihood. Paper presented at the National Workshop at Kolkata in Loreto School. Hawker Sangram Committee, Kolkata, West Bengal
Sodan Singh Etc. Etc, vs New Delhi Municipal Committee &… (https://indiankanoon.org/doc/165273)
THE STREET VENDORS ( PROTECTION OF LIVELIHOOD AND REGULATION OF STREET VENDING) ACT, 2014, https://legislative.gov.in/sites/default/files/A2014-7.pdf
Published
2020-08-27
How to Cite
ঘোষ র. (2020). হকারবৃত্তান্তের বিবর্তন: অপারেশন সানশাইন থেকে কেন্দ্রীয় আইন. International Bilingual Journal of Culture, Anthropology and Linguistics, 1(2-3), 128-137. Retrieved from https://indianadibasi.com/journal/index.php/ibjcal/article/view/16

DB Error: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND metric_type = 'ojs::counter' GROUP BY submission_id ORDER BY metric DESC' at line 1