বীরভূম জেলার ঢেকারো জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি

Birbhum Jelar Dhekaro Janagoshthir Jiban O Sangskriti

  • শান্তনু মণ্ডল
Keywords: বীরভূম জেলার ঢেকারো জনগোষ্ঠী, ঢেকারো জনগোষ্ঠীর জীবন, ঢেকারো জনগোষ্ঠীর সংস্কৃতি, ঢেকারো সংস্কৃতি, বীরভূম জেলার সংস্কৃতি, বীরভূম জেলার জনগোষ্ঠী।

Abstract

ঢেকারো জাতি অস্ট্রিক জাতিগোষ্ঠীর একটি শাখা। গ্রিয়ারসন সাহেব এর মতে খেড়িয়া-ভূমিজদের ভাষা মুণ্ডা ভাষাগোষ্ঠীর মধ্যেই পড়ে। যদিও এখন তাদের সেই অকৃত্রিম ভাষা নেই, এখন তারা হিন্দি- বাংলা মিশ্রিত খোট্টা ভাষায় কথা বলে। ঢেকারো জনজাতি পুরুষানুক্রমে দাবি করে আসছে যে, তারা বীরভূমের রাজনগররে বীররাজাদের সময়কালে ছোটনাগপুর থেকে বীরভূমে আসে। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণার অরণ্যঘেরা পাহাড় অঞ্চলে ঢেকারো জনজাতিটির বর্তমান অবস্থান। পারিপার্শ্বিক সহজলভ্য বিচপাথর গলিয়ে লোহা নিষ্কাশন করা এবং কামারশালা বৃত্তি করা বিশেষ করে হাতুরি, গাঁইতি, শাবলের পাশাপাশি দু-মুখো ধারালো দা, দু-মুখো বল্লম, দু-মুখো তরোয়াল তৈরীতে বেশ প্রসিদ্ধ। এছাড়া এদের সবচেয়ে বড় কীর্তি হল গাদাবন্দুক নির্মান কৌশল সাঁওতাল বিদ্রোহে সাঁওতালদের ইংরেজদের লড়াইতে অতিমাত্রায় সাহায্য করেছিল। সুতরাং এই জনজাতিটির জাতিত্বের বিবরণে একটি উল্লেখযোগ্য ইতিহাস আছে। অথচ আজ সাঁওতাল বিদ্রোহের এত বছর পরেও এদের কীর্তি কোথাও লিখিত হয় নি। বিদ্রোহ দমনের পর ইংরেজ সরকার এদের বিতাড়ন আরম্ভ করে, জাতব্যবসা নিষিদ্ধ করে, ক্রিমিন্যাল বলে ঘোষণা করে। এরপর থেকে অসামাজিক কিছু ঘটলেই এদের জেলে পাঠানো হতো। এতকিছুর মধ্যেও এদের সাংস্কৃতিক দিকটি বিশেষভাবে গুরুত্ত্বপূর্ণ। বর্তমানে এদের জীবিকার কোনো ব্যবস্থা নেই। এরা সামাজিকভাবে শোষিত-বঞ্চিত হয়েও এদের চিরাচরিত সংস্কৃতিকে আজও বয়ে নিয়ে চলেছে। এদের মধ্যে জন্ম-মৃত্যু-বিবাহের বিভিন্নপ্রকার রীতিনীতি ও অনুষ্ঠান বাঙালি সংস্কৃতির সাথে খানিকটা জড়িয়েও যে অনেকটাই স্বতন্ত্রতা বজায় রেখেছে তা বলার অপেক্ষা রাখে না।

References

১। টুডু, বুদ্ধেশ্বর; সাঁওতাল বিদ্রেহের কথা
২। দেবী, মহাশ্বেতে (সম্পাঃ); বর্তিকা, ২০০২, পৃষ্ঠাঃ ১১৫
৩। Grierson, G.A.; Linguistics Survey of India (Vol-4)
৪। টুডু, বুদ্ধেশ্বর; সাঁওতাল বিদ্রেহের কথা
৫। চক্রবর্তী, মহিমানিরাঞ্জন; বীরভূমের রাজবংশ (পার্থ শঙ্খ মজুমদার, সম্পাঃ), পৃষ্ঠাঃ ৩২-৩৩
৬। চক্রবর্তী, মহিমানিরাঞ্জন- বীরভূম বিবরণ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠাঃ ৯৫
Published
2019-07-05
How to Cite
মণ্ডলশ. (2019). বীরভূম জেলার ঢেকারো জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি: Birbhum Jelar Dhekaro Janagoshthir Jiban O Sangskriti. International Bilingual Journal of Culture, Anthropology and Linguistics, 1(1), 10-20. Retrieved from https://indianadibasi.com/journal/index.php/ibjcal/article/view/4

DB Error: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND metric_type = 'ojs::counter' GROUP BY submission_id ORDER BY metric DESC' at line 1