উত্তরবঙ্গের মেচ (বোডো) জনজাতির জনজীবন: খণ্ড দিয়ে অখণ্ডের নির্মাণ

Uttarbanger Mech (Bodo) Janajatir Janajiban: Khanda Diye Akhander Nirman

  • প্রদীপ রায়
Keywords: মেচ জনজাতি, মেচ জনজীবন, উত্তরবঙ্গের মেচ, উত্তরবঙ্গের বোডো, বোডো জনজাতি, বোডো জনজীবন, উত্তরবঙ্গের জনজাতি, উত্তরবঙ্গের জনজীবন।

Abstract

উত্তরবঙ্গের অন্যান্য জনজাতির মতো মেচরাও মনোরম প্রাকৃতিক পরিবেশে ছোটো বড়ো নদ নদী খাল বিল ও নিবিড় অরণ্যের কোলে একসঙ্গে দলবদ্ধ ভাবে থাকতে ভালবাসে। এই জনগোষ্ঠীর মানুষেরা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। উত্তরবঙ্গ, নেপাল, কাশ্মীর উপত্যকার অধিবাসী বোডোগণ মেচী নদীর নাম অনুযায়ী মেচ বা মেচে নামে পরিচিত। আবার সংকোশ নদী থেকে পূর্বে ব্রহ্মপুত্র বা বরাক উপত্যকায় তাদেরকে বোডো (Bodo) বলা হয়। এছাড়া কাছাড় পর্বতের জনজাতিদের বোডো-কছারী ত্রিপুরায় বসবাসকারী মেচদের ত্রিপুরী বা কোক্‌বোডো ডিমাপুরের বাসিন্দাদের ডিমাস বোডো মণিপুরে বসবাসকারী মেচরা মণিপুরীবোডো নামে পরিচিত। এই জনজাতির প্রধান জীবিকা কৃষিকাজ। লাঙ্গল ও বলদ দিয়ে বিভিন্ন ধরনের ফসলের চাষ করে জীবিকা নির্বাহ করে। মেচদের সামাজিক রীতি নীতি সহজ সরল আর মেচরা আমোদ প্রিয় ও রসিক প্রকৃতির। প্রকৃতিকে তারা নারী জ্ঞানে পূজা ও রক্ষণাবেক্ষণ করে। সুখ দুঃখ প্রেম ভালোবাসায় তারা প্রকৃতিকেও অংশিদার করে তোলে। তবে তারা শুচি অশুচি ব্যপারটি কঠোর ভাবে মান্য করে। বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তারা জীবন অতিবাহিত করলেও বছরের নির্দিষ্ট সময় পূজা পার্বন, শিকার, উৎসবে নাচ গান করে আনন্দ উপভোগ করেন। মেচ জনজাতি তাদের ঘর গুলি বাঁশ, বেত, ছন, ওডলার ছাল ও বিভিন্ন গাছের পাতা দিয়ে তৈরি করে। আজ বোডো বা মেচ জনজাতি তপসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, সংখ্যালঘু ও প্রান্তিক। বিশ্বায়ন ও নাগরিক সভ্যতার ভাবে ও প্রভাবে তাদের সমাজ ও সংস্কৃতি আজ অস্তিত্বের সংকটে।

References

Chatterji, Suniti Kumar, Kirata Jana Krti ,The Asiatic Society, park street, Kolkata,1951, p. 45
আহমদ, ওয়াকিল, বাংলার লোকসংস্কৃতি, বাংলা একাডেমী, ১৯৭৪,পৃ. ১৭২
ইসলাম, এ কে এম আমিনুল, এই পৃথিবীর মানুষ, ২য় খণ্ড ,বাংলা একাডেমী, ১৮৮৯,পৃ. ৪২
ঈশ্বরারী, দ্বরেন্দ্র, মেচ জীবন ও সংস্কৃতি , জলপাইগুড়ি জেলা সংখ্যা, তথ্য ও সংস্কৃতি বিভাগ, কলকাতা, ১৪০৮ (বাং) পৃ. ১৬৯
দেব, রণজিৎ, উত্তরবঙ্গের উপজাতির ইতিবৃত্ত, মেইনস্ট্রীম পাবলিকেশন, কলকাতা, বইমেলা, ২০১৪
পাল, সুনীল, জলপাইগুড়ি জেলার বর্ণময় লোকসংস্কৃতি নৃত্য ও গীত, জলপাইগুড়ি জেলা সংখ্যা ,তথ্য ও সংস্কৃতি বিভাগ, কলকাতা, ১৪০৮ বাং. পৃ. ১৮৬
সরকার, আর, এম, নৃবিজ্ঞান পরিচয়, ২য় খণ্ড, কলকাতা, ১৯৯৭, পৃ. ১৯১
Published
2019-07-10
How to Cite
রায়প. (2019). উত্তরবঙ্গের মেচ (বোডো) জনজাতির জনজীবন: খণ্ড দিয়ে অখণ্ডের নির্মাণ : Uttarbanger Mech (Bodo) Janajatir Janajiban: Khanda Diye Akhander Nirman. International Bilingual Journal of Culture, Anthropology and Linguistics, 1(1), 39-54. Retrieved from https://indianadibasi.com/journal/index.php/ibjcal/article/view/5

DB Error: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND metric_type = 'ojs::counter' GROUP BY submission_id ORDER BY metric DESC' at line 1