সংস্কৃতির বিশেষ দিকচিহ্নের নিদর্শন ‘লোকনেশা’: সমাজে ও সাহিত্যে

  • কার্ত্তিক বর্মন
Keywords: লোকনেশা, সাহিত্যে লোকনেশা, সমাজে লোকনেশা, লোকনেশা: সমাজে ও সাহিত্যে, সংস্কৃতির নিদর্শন লোকনেশা

Abstract

ঘুমপাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যেয়ো / বাটা ভরা পান দেব গাল ভরে খেয়ো ' -এমন কোন বাঙালি শিশু নেই যার সাথে ছড়াটির পরিচয় নেই। শৈশবে বেশ মজার শুনাতো। কিন্তু বড় হয়ে ভ্রু-কুঁচকে ভাবা গেল এটি একটি নেশার পরিচয়বাহী। নিয়মিত পান না খেলে মেজাজ ঠিক থাকেনা এমন ব্যক্তির দৃষ্টান্ত বহুল। একে লোকসমাজ স্বীকৃতি দিয়েছে লোকনেশা রূপে। লোকনেশা গ্রহণের ক্ষেত্রে সামাজিক বিধিনিষেধ শিথিল। ফলে গ্রহণের তাগিদ আবালবৃদ্ধবণিতা সবার মধ্যে। পূজা-পার্বণে কোন গুলো আবার 'প্রসাদ তুল্য'। কৃষিনির্ভর লোকসমাজে কষ্ট লাঘবের জন্য কিংবা মানসিক স্বস্তির জন্য লোকনেশা সেবন করেন। আধুনিক প্যাশান কিংবা 'ঠেলার চাপে' সেই সকল সহজলভ্য নেশার উপকরণ গুলো বিলুপ্তির পথে পা বাড়িয়েছে। লোকসংস্কৃতির একটি ঐতিহ্যবাহী বিষয় স্মৃতিবাহী হয়ে বাঁচার উপকরণে পরিণত হতে চলেছে, যা 'হয়তো' একেবারেই কাম্য নয়।

References

ঠাকুর রবীন্দ্রনাথ, ‘লোকসাহিত্য’, বিশ্বভারতী, অগ্রহায়ণ ১৪১১, পৃষ্ঠা – ৫৫
দাশ নির্মল, ‘চর্যাগীতি পরিক্রমা’, দ্বাদশ সংস্করণ, দে’জ পাবলিশিং, ২০১৭, পৃষ্ঠা-১৬৪
বসাক সুদেষ্ণা, ‘বাংলার প্রবাদ’, আনন্দ পাবলিশার্স, ২০০৮, পৃষ্ঠা – ১০১
ভট্টাচার্য অমিত্রসূদন (সম্পা) , ‘বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন সমগ্র’, ষোড়শ সংস্করণ, দে’জ পাবলিশিং, ২০১৬, পৃষ্ঠা-২০৯
মজুমদার মানস, ‘লোকসংস্কৃতি : সংজ্ঞা, স্বরূপ, শ্রেণিবিভাগ,’(সম্পা) সত্যবতী গিরি ও সমরেশ মজুমদার, ‘প্রবন্ধ সঞ্চয়ন’, দ্বিতীয় সংস্করণ, রত্নাবলী, ২০০৯, পৃষ্ঠা–১৭
মণ্ডল সুমিতা, ‘ধাঁধাঁয় নেশা প্রসঙ্গ’, (সম্পা)বরুণ কুমার চক্রবর্তী, ‘ধাঁধাঁ : স্বরূপ সন্ধান’, পুস্তক বিপণি, ২০০৮, পৃষ্ঠা – ১৩৯
মণ্ডল সুমিতা, ‘ধাঁধাঁয় নেশা প্রসঙ্গ’, (সম্পা)বরুণ কুমার চক্রবর্তী, ‘ধাঁধাঁ: স্বরূপ সন্ধান’, পুস্তক বিপণি, ২০০৮, পৃষ্ঠা – ১৩৯
মণ্ডল সুমিতা, ‘ধাঁধাঁয় নেশা প্রসঙ্গ’, (সম্পা)বরুণ কুমার চক্রবর্তী, ‘ধাঁধাঁ : স্বরূপ সন্ধান’, পুস্তক বিপণি, ২০০৮, পৃষ্ঠা – ১৪০
মল্লিক সুব্রত, ‘লোকনেশা’, (সম্পা) বরুণ কুমার চক্রবর্তী, ‘বঙ্গীয় লোকসংস্কৃতি কোষ’, দ্বিতীয় সংস্করণ, অপর্ণা বুক ডিস্ট্রিবিউটার্স, ২০০০, পৃষ্ঠা – ৫০৩
Published
2020-08-27
How to Cite
বর্মনক. (2020). সংস্কৃতির বিশেষ দিকচিহ্নের নিদর্শন ‘লোকনেশা’: সমাজে ও সাহিত্যে. International Bilingual Journal of Culture, Anthropology and Linguistics, 1(2-3), 61-65. Retrieved from https://indianadibasi.com/journal/index.php/ibjcal/article/view/9

DB Error: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near ') AND metric_type = 'ojs::counter' GROUP BY submission_id ORDER BY metric DESC' at line 1